সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে আশরাফ উদ্দিন (৬৫) নামে এক বাংলাদেশীর গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে সীমানা পিলার ১২৫১ এর ওপারে মরদেহটি পাওয়া যায়। নিহত আশরাফ উপজেলার বালুচর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।
নিহতের ছেলে জিয়াউর রহমান জানান, মঙ্গলবার সকালে সীমান্তের ওপার থেকে লাকড়ি সংগ্রহ করতে যান আশরাফ উদ্দিন। এদিন তিনি আর বাড়ি ফিরেননি। বুধবার সকালে তাকে খুঁজতে বের হন পরিবারের সদস্যরা। এক পর্যায়ে কালাইরাগ সীমান্তের ১২৫১ পিলারের প্রায় ২’শ ফুট ভিতরে ভারতীয় অংশে মৃত অবস্থায় তাকে দেখতে পান। পরে তারা বিজিবিকে খবর দেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন মরদেহ উদ্ধার করতে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক করছে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম রয়েছে। সীমান্তরক্ষী বাহিনীর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা শেষ করে আমাদের কাছে মরদেহ হস্তান্তর করলে আমরা ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করবো।