কোম্পানীগঞ্জে ব্যবসায়ী বাবুল ইসলামের রহস্যজনক মৃত্যুর ৪দিন পর অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে পরিবারের দায়ের করা হত্যা মামলা গ্রহণ করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) নিহতের স্ত্রী আসমা খাতুন কোম্পানীগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। মামলার সত্যতা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ।
মামলার এজাহারে বলা হয়েছে, ১১ এপ্রিল দিবাগত রাত ১২টার দিকে বাবুল ইসলামের মোবাইলে কল দিয়ে বুড়দেও গ্রামের আক্কাস আলী তাকে (বাবুল) তাড়াতাড়ি যাওয়ার জন্য বলে। পরদিন সকাল ৬টার দিকে বাবলুর রক্তাক্ত লাশ উদ্ধার হয়।
এজাহারে আরো বলা হয়েছে, মরদেহের ঘাড়ে, মাথায়, দুই কানে, ডান চোখে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং দুই পা হাটুর উপরে ভাঙা। এছাড়াও মৃত্যু নিশ্চিত করতে গলায় ফাস লাগানো পাওয়া যায় এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি আঘাতের চিহ্ন রয়েছে।
এজাহারে বাদী দাবি করেন যে তার স্বামী বাবলু ইসলামকে হত্যা করে হত্যাকারীরা মৃত্যু নিশ্চিত করে লাশ খালের পানিতে ফেলে দেয়।
এদিকে বাবুল ইসলামের মৃত্যুর প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তের দাবিতে আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) হাজারো মানুষের উপস্থিতিতে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।