কোম্পানীগঞ্জে পাকা ঘর পেল ১৫ গৃহহীন পরিবার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভূমিহীন-গৃহহীন ১৫ পরিবারকে পাকা ঘর সহ দুই শতক জমির কাগজ ও চাবি হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৯ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব আশ্রয়ণের ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। পরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এসব ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) যাকারিয়া।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন, কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান রাসেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ লুৎফুর রহমান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কবির আহমদ প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুসিকান্ত হাজং জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাংলাদেশে কোনো মানুষ ভূমিহীন-গৃহহীন থাকবেন না। সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। কোম্পানীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত ২৪৮ টি গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, বুধবার ঘর পেয়েছেন তেলিখাল ইউনিয়নের চাটিবহর ছড়াটিল্লা গ্রামের রেজাউল করিম, জফুর আলী, জবর আলী, নিজাম উদ্দিন, আবু বাক্কার, ইসলাম উদ্দিন, আফরোল মিয়া, হুছন আলী, নুর উদ্দিন খাঁ, ফজল উদ্দিন, মুসলিম আলী, দক্ষিণ রনিখাই ইউনিয়নের লোভাহাওর গ্রামের কুহিনূর আলম ভূঁইয়া, হুমায়ুন কবির ভূঁইয়া, আঙ্গুরা বেগম ও পূর্ব ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ ঢালারপাড় গ্রামের ফরিদ মিয়া।

সর্বশেষ এই পনেরটি ঘরের প্রত্যেকটি ২ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকায় তৈরি করা হয়েছে। এর আগে প্রথম ধাপের প্রত্যেকটি ঘর ১ লক্ষ ৭১ হাজার টাকা, তৃতীয় ধাপের প্রত্যেকটি ২ লক্ষ ৪০ হাজার টাকা এবং চতুর্থ পর্যায়ের প্রথম ধাপের প্রত্যেকটি ২ লক্ষ ৬৪ হাজার ৫০০ টাকায় নির্মাণ করা হয়।