কোম্পানীগঞ্জে জুয়া খেলার সময় ২০ জন আটক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জুয়া খেলার সময় টাকা ও সরঞ্জামসহ ২০ জুয়াড়িকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

শনিবার (২৫ মার্চ) দুপুর সাড়ে ১২টায় উপজেলার ইসলামপুর গ্রামস্থ মাদক ও জুয়া ব্যবসায়ী আবুল বাশারের বসত ঘর থেকে থানার এসআই (নি.) মো. শাহ আলম ভূইঁয়া ও এসআই জনার্দন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।

তবে জুয়া খেলার মূল হোতা ইসলামপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে আবুল বাশার (৩৫) কে আটক করতে পারিনি পুলিশ।

আটককৃতর হলো, পাড়ুয়া গ্রামের মৃত নজির মোল্লার ছেলে রাজ্জাক মিয়া ওরফে মস্তান (৫৬), টুকেরগাঁও গ্রামের মৃত হুরুন আলীর ছেলে মোহন মিয়া (৫০), একই গ্রামের মৃত আবুল কালামের ছেলে মো. সোহেল মিয়া (২৯), মৃত আশরব আলীর ছেলে রেনু মিয়া (৪৫), শিলেরভাঙ্গা গ্রামের মো. দ্বীন ইসলামের পুত্র মো. আল আমিন মিয়া (২৪), খায়েরগাঁও গ্রামের মৃত মো. রাজু মিয়ার ছেলে মো. জাবেদ হাসান (২৫), ইসলামপুর গ্রামের মৃত আব্দুল জব্বার ছেলে মো. বাবুল মিয়া (৫৫), একই গ্রামের আব্দুল আজিজের ছেলে শাহাদাত আলী (৩৫), নয়াগাঙ্গেরপাড় গ্রামের মৃত ওসমান আলীর ছেলে আব্দুল আলী (৩০), মৃত হোসেন আলীর ছেলে মো. ফয়জুল (৪০), আব্দুর রহিমের ছেলে মো. হাসান (২৯), মৃত কালা মিয়ার ছেলে মো. ইসলাম (৫২), মো. সাদু মিয়ার ছেলে মো. এরশাদ মিয়া (২৮), ঢালারপাড় গ্রামের বকশা মিয়ার ছেলে ফরহাদ মিয়া (২৮) একই গ্রামের কেরামত আলীর ছেলে রফিক (৪০), দক্ষিণ রাজনগর গ্রামের মৃত মো. গাজী রহমানের ছেলে মো. খাজা মইনউদ্দিন (৩০), নয়াগাঙ্গেরপাড় গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ফজলু মিয়া (৫০), নয়াগাঙ্গেরপাড়ের আ. নুর হোসেনের ছেলে ফারুক মিয়া (৩২), তৈমুরবগর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মো. কাজল মিয়া (৪০), ময়মনসিংহের হালুয়ারঘাটের আব্দুল হাকিমের ছেলে মো. মঞ্জুরুল হক (৩৭)।

এ সময় জুয়ার বোর্ড থেকে নগদ ৬০৩০ টাকা, ৫ বান্ডিল তাস ও অন্যান্য উপকরণ সাক্ষীদের সম্মুখে জব্দ করে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান, ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনের ৩/৪ দারায় মামলা রুজু করা হয়েছে (মামলা নং-১৩)। দুপুরেই আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।