সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ী গ্রামে চিপসের লোভ দেখিয়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে।
অভিযুক্ত কিশোরের নাম রাব্বি (১৬)। এ ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২ এপ্রিল) ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে মামলা রেকর্ড করা হয়েছে (মামলা নম্বর-০৩)।
এর আগে বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের কাঁঠালবাড়ী গ্রামে ধর্ষণচেষ্টার এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এজাহার সূত্রে জানা গেছে, শিশুটির বাবা অটোরিকশাচালক। ঘটনার দিন ইফতারের পরে শিশুটি তাদের ঘরের সামনের রাস্তার পাশে থাকা তার বাবার অটোরিকশার উপরে বসে ছিল। ওই সময় অভিযুক্ত কিশোর শিশুটিকে চিপস দেওয়ার কথা বলে নির্মাণাধীন নির্জন একটি ঘরে নিয়ে যায়। পরে সে শিশুকে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন এবং অভিযুক্ত কিশোর পালিয়ে যায়। পরে এ বিষয়ে জানতে পেরে ভুক্তভোগী শিশুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে চিকিৎসা দেয়া হয়।
শিশুর বাবা বলেন, এ ঘটনায় আতঙ্কিত হয়েছি। আমার শিশুসন্তানকে ধর্ষণের চেষ্টাকারীকে আটক করে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। এ ঘটনার সঠিক বিচার না হলে ভবিষ্যতে এ ধরণের ঘটনা আরও ঘটতে পারে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযোগ পেয়ে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।