কোম্পানীগঞ্জে কাপড় নিয়ে দুর্গতদের পাশে আবুল খায়ের গ্রুপ

কোম্পানীগঞ্জ উপজেলার বন্যাদুর্গতদের মাঝে এবার শাড়ী-লুঙ্গী বিতরণ করেছে আবুল খায়ের স্টিল গ্রুপ ইন্ডাস্ট্রিজ। বন্যার শুরু থেকে ধারাবাহিকভাবে বন্যার্তদের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে দেশের প্রধানতম এ শিল্প গ্রুপটি।

এর অংশ হিসেবে শনিবার (২ জুলাই) বিকেলে উপজেলার ১ নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শিমুলতলা আশ্রয়ণ প্রকল্প, ডুকরিয়াপাড় ও মুরাদকান্দি এবং ৫ নং ওয়ার্ডের লম্বাকান্দি গ্রামের ৮০০ বন্যার্ত পরিবারের মাঝে ৪০০ শাড়ী ও ৪০০ লুঙ্গি উপহার প্রদান করা হয়।

শাড়ী লুঙ্গি বিতরণকালে আবুল খায়ের স্টিল গ্রুপের সহকারী ব্যবস্থাপক মো. আরশাদ চৌধুরী বলেন- বন্যাদুর্গত মানুষ শুধু খাবার নয়, পোশাকের জন্যও কষ্টে আছেন। অনেক মানুষ কাপড়-চোপড় সব ছেড়ে কোনমতে জান নিয়ে আশ্রয়কেন্দ্রে ছুটে এসেছিলেন। কেউ অন্যের বাড়ীতে আশ্রয় নিয়েছিলেন। ভয়াল বন্যায় সবার ব্যবহৃত জিনিসপত্রে ভেসে গেছে। তাই অল্প পরিসরে হলেও তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা।

১নং ইসলামপুর পশ্চিম ইউপির সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে বন্যার্ত ক্ষতিগ্রস্তদের মাঝে শাড়ি- লুঙ্গি উপহার বিতরণে উপস্থিত ছিলেন, সিলেট জেলা রড- সিমেন্ট-ঢেউটিন মার্চেন্ট গ্রুপের উপদেষ্টা জুবায়ের আহমদ জাবের, সাধারণ সম্পাদক জুবায়ের চৌধুরী সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন, প্রচার সম্পাদক মুহিবুর রহমান, সদস্য হাজী গুলজার হোসেন, এরিয়া ম্যানেজার মনির হোসেন, অসীম কুমার সাহা ও সাদত হোসেন আহাদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাবেক ইউনিয়ন চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, খাদ্যের পরে অন্যতম প্রয়োজনীয় মৌলিক চাহিদা বস্ত্র উপহার হিসেবে বন্যাদুর্গত অসহায় ও ক্ষতিগ্রস্তদের শাড়ি- লুঙ্গি বিতরণে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।