কোম্পানীগঞ্জে এডভোকেসি বিষয়ে ৩ দিনের প্রশিক্ষণ সম্পন্ন

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে কোম্পানীগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ২৭মে প্রশিক্ষণ শুরু হয়ে চলে ৩০মে পর্যন্ত।

মঙ্গলবার (৩০ মে) বিকাল ৩টায় কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন আমিনুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল জলিলের সঞ্চালনায় এতে মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন এডভোকেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক ও ক্রিশ্চিয়ান এইড’র কারিগরি সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করে ওয়েভ ফাউন্ডেশন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ, কর্মশালার প্রশিক্ষক ওয়েভ ফাউন্ডেশনের সিলেট বিভাগের সমন্বয়কারী শাহজাহান মিয়া, সহকারী সমন্বয়কারী জুবায়ের আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির যুগ্ম সম্পাদক সাংবাদিক আকবর রেদওয়ান মনা, সাংবাদিক কবির আহমদ, কামরান আহমদ প্রমুখ।

প্রশিক্ষণার্থীদের মধ্যে সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি, জনপ্রতিনিধি, মানবাধিকার কর্মী, হিজড়া সম্প্রদায়ের প্রতিনিধি, শিক্ষার্থী ও দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

৩ দিনের প্রশিক্ষণে বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তাবৃন্দ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারার জনগোষ্ঠীর সাথে এগিয়ে নেয়ার লক্ষ্যে উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যরাও কোম্পানীগঞ্জ উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নসহ তাদের জীবন মানের পরিবর্তন ও সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।