সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে ঘুরতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে ফয়েজ (২৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
সোমবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের তেলিখাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফয়েজ সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোরাগ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
আহতরা হলেন- মোটরসাইকেল আরোহী ফাহিম ও আরিফ, অটোরিকশার যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের রোমান, নাঈম, জুয়েল ও চৌমুহনী বাজারের রাজু।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদ উদযাপনের জন্য দুটি মোটরসাইকেলে করে সাদা পাথর পর্যটন কেন্দ্রে ঘুরতে যাচ্ছিলেন ফয়েজসহ ছয় বন্ধু। সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের তেলিখালে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফয়েজসহ মোটরসাইকেলে থাকা দুই বন্ধু ও সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে মারা যান ফয়েজ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।