হাইকমিশনার হিসেবে দায়িত্বের শেষ দিন শনিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকায় ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন।
এসময় ভারত নির্দিষ্ট কোনো ব্যক্তির পাশে নেই জানিয়ে বিক্রম দোরাইস্বামী বলেন, প্রতিবেশী রাষ্ট্রটি সবসময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘দেশের জন্য কাজ করবে সরকার। সেখানে আমরা কখনোই কোনো ব্যক্তির পাশে নই; কারও পাশে নই।’
করোনাভাইরাস মহামারির মধ্যে ২০২০ সালের আগস্টের মাঝামাঝিতে ঢাকায় ভারতের হাইকমিশনার হয়ে আসেন দেশটির ১৯৯২ ব্যাচের ফরেন সার্ভিসের কর্মকর্তা দোরাইস্বামী। দুই বছরের কিছুটা বেশি সময় দায়িত্ব পালন করেন তিনি।
বাংলাদেশে দায়িত্ব শেষে যুক্তরাজ্যে ভারতের দূত হিসেবে কাজ করবেন দোরাইস্বামী। ঢাকায় তার স্থলাভিষিক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের উপপ্রধান সুধাকর দালেলা।
স্মৃতিসৌধে বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান তুলে ধরতে গিয়ে হাইকমিশনার দোরাইস্বামী বলেন, ‘এটা রাজনীতি নিয়ে কথা বলার জায়গা নয়। আজকে বাংলাদেশে আমার শেষ দিনে আমি বলতে চাই, আমরা সবসময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছি; বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি।
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষকে সুখী দেখতে চাই; তাদের উন্নয়ন চাই এবং একটি সফল গণতন্ত্র দেখতে চাই। আপনার গণতন্ত্রই আপনার সুষম উন্নয়ন।’
দায়িত্বের দুই বছর সময়ে বাংলাদেশের সফলতা দেখেছেন জানিয়ে এ কূটনীতিক বলেন, ‘আমাদের বন্ধুত্বের সম্পর্কের উন্নতি হয়েছে। সেটাকেই চালিয়ে যেতে হবে। আমি সেটাই চাই।’