সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জের কুশিয়ারা নদীতে আবারো ধরা পড়লো বাগাড় মাছ। শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল ৪ টার দিকে কুশিয়ারা নদীর রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল এলাকায় জেলেদের জালে মাছটি ধরা পড়ে।
মাছটি ধরা পড়েছে শুনে তখন নবীগঞ্জ উপজেলার ভাটর গ্রামের জেলে আমির আলী মাছটি কিনে আনেন, তিনি আজ সন্ধ্যা সাতটায় জগন্নাথপুর উপজেলা জগন্নাথপুর বাজারে পৌর পয়েন্টে নিয়ে এলে মাছটি দেখার জন্য মানুষের ভিড় জমায়। ২৫ কেজি ওজনের এই মাছটি জেলেরা ৫৫ হাজার টাকায় বিক্রি করবে বলে জানায় । যদিও বিলুপ্ত প্রজাতির মাছ বাঘাড় মাছটি কম দেখা মিলে। এলাকায়,এক প্রবাসী বলেন মাছটি বড় কখনো দেখেনি।আমি ২০ হাজার টাকা দাম বলেছি।
স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন, আজ বিকাল ৪ টা থেকে কুশিয়ারা নদীতে বেড় জাল দিয়ে মাছ ধরছিলেন। তারা বলেন, মাছটি চার জন মিলে ধরেছেন। ২৫ কেজি ওজনের নবীগঞ্জের এক জেলে কিনে নিয়েছেন। এর আগে এত বড় মাছ ধরতে পরেননি কখনো। মাছটি ধরতে পেরে খুশি হয়েছেন জেলেরা।
জগন্নাথপুর উপজেলা মৎস্য অফিসার আল আমিন বলেন, বাগাড় মাছ ধরা ও বিক্রি করা নিষিদ্ধ। এই মাছটি কম দেখা যায়।