মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে পড়ে মৃত্যু হয়েছে তাওহীদুল ইসলাম তাজিম (৭) নামে এক শিশুর। শুক্রবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে পানিতে পড়ে তার মৃত্যু হয়। এরপর বিকেল ৪টা ৫০ মিনিটে গ্রামের মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
নিহত শিশু তাওহীদুল ইসলাম তাজিম উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মৌলভীগাঁও গ্রামের আশরাফুল আজমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ফুপাতো ভাইয়ের সাথে গরু নিয়ে পাশের হাওরে যায় তাজিম। সাথে থাকা ফুপাতো ভাইয়ের অগোচরে কোনো একসময় সে হাওরের পানিতে পড়ে যায়। তখন ফুপাতো ভাইয়ের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে পানি থেকে তাজিমকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মো. মমদুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মৌলভীগাঁও গ্রামের তাজিম নামে এক শিশুর পানিতে পড় মৃত্যু হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে প্রশাসনের সাথে যোগাযোগ করি। পরে প্রশাসনের অনুমতিক্রমে মরদেহ দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।