মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচালে বন্যাকবলিত তিন শতাধিক পরিবারকে খাবার পৌঁছে দিয়েছে টিম পজেটিভ বরমচাল নামের স্বেচ্ছাসেবী সংগঠন।
শনিবার (২৫ জুন) দুপুরে বরমচাল ইউনিয়নের চারটি গ্রামে তিন শতাধিক পরিবারকে রান্না করা খাবার সরবরাহ করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানা গেছে, প্রায় এক সপ্তাহ ধরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচালে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। বন্যার পানি ঘরবাড়িতে প্রবেশ করে অনেকে রান্নাবান্না করতে পারছেন না। এমন পরিস্থিতিতে সংগঠনের কর্মীরা রান্না করা খাবার নৌকায় করে ফরাসনগর পূর্ব মাধবপুর, আলিনগর, ইটাছড়া গ্রামের তিন শতাধিক পরিবারকে পৌঁছে দেওয়া হয়।
মনসুর উদ্দিন রোকনের আর্থিক সহযোগিতায়, রহমত মিয়ার সহযোগিতায় টিম পজেটিভ বাংলাদেশের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তানজিম উদ্দিন, ফুয়াদ আহমদ, মাহফুজ আহমদ, নাঈম আহমদ, তোফায়েল আহমদ, রোমান আহমদ, রাজু আহমদ, ইমাদুর রহমান, তানিম আহমদ, নাঈম মোহাম্মদ, ছায়মন আহমদ, পল্লব সিং, আশরাফুল ইসলাম, রিফাত আহমদ, সাকিব আহমদ।