মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সাদ্দাম (১৩) নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরেকজন।
রোববার (১৭ মার্চ) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটেছে। নিহত কিশোর সাদ্দাম উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া বস্তির আছকির মিয়ার ছেলে। আহত হয়েছেন ওই গ্রামের মৃত সাদই মিয়ার ছেলে ছিদ্দেক (৩৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরের দিকে নিহত সাদ্দাম তার পরিবারের কয়েকটি গৃহপালিত দুটি গরু আনতে পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্তে যান। এসময় সাদ্দাম তাদের গরু আনতে গেলে সীমান্ত এলাকার ৪৩ নম্বর মূল পিলারের কাছে প্রবেশ করার চেষ্টাকালে ভারতের ত্রিপুরা রাজ্যর উনকোটি জেলার মাগুরউলি এলাকায় বিএসএফের একটি টহল দল তাকে মারধর করে গুলি করে। এতে ঘটনাস্থলেই সাদ্দাম মারা যান। এসময় সীমান্ত এলাকায় বিএসএফের হাতে পায়ে গুলিবিদ্ধ হন ছিদ্দেক নামে আরেক ব্যক্তি।
আলীনগর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার হরি জীবন বলেন, এ বিষয়ে পরে কথা বলবো এখন বিএসএফের সাথে আছি।
কর্মধা ইউপি চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ বলেন, ‘নিহত সাদ্দাম ও আহত ছিদ্দেক এলাকায় চোরাচালানের সাথে জড়িত রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধ ও রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করতে স্থানীয় সবশ্রেণীর মানুষদের নিয়ে একাধিকবার মতবিনিময় করা হয়েছে। কিন্ত একটি চক্র চোরাচালান কাজ বন্ধ করেনি।’
কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু বলেন, ‘ঘটনাটি জেনেছি। যতটুকু জেনেছি সাদ্দামকে বিএসএফ ধরে নিয়ে গেছে। এদিকে আহত ছিদ্দেককে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।’