মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে জঙ্গি সন্দেহে আরও ১৭ জন নারী ও পুরুষ আটক করেছেন সাধারণ জনতা।
সোমবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুল ইসলাম আজাদের তত্বাবধানে সাধারণ জনতা তাদেরকে আটক করেন।
বিষয়টি নিশ্চিত করে কর্মধা ইউপি চেয়ারম্যান মুজিবুল ইসলাম আজাদ বলেন, শনিবার যেসব জঙ্গিদের আটক করা হয়েছিলো তারা বলেছেন তাদের সঙ্গে আরো অনেকে এই পাহাড়েই আত্মগোপনে আছে। পরে আমি আমার ব্যাক্তিগত উদ্যোগে পুলিশকে বিষয়টি অবগত করে তদন্ত করতে থাকি। সীমান্তবর্তী কর্মধা, ফুলতলা, সাগরনাল এরিয়াতে মানুষ সেট করে রাখি।
গতকাল বিকেলের দিকে আমার ছেলের কাছে কয়েকজন নারী-পুরুষ ফুলতলা বর্ডার কোনদিকে জানতে চান। তাদের কথা বার্তা সন্দেহজনক মনে হলে সে বাজারের দিকে রাস্তা দেখিয়ে দেয়। পরে ছেলে আমাকে বিষয়টি অবগত করে। আজ সকালে তারা সবাই ৫টি সিনজি করে অন্যত্র যাওয়ার চেষ্টা করছিলো, এমন সময় সাধারণ জনতা তাদেরকে আটক করে আমার কাছে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।
তিনি আরো বলেন, তারা বর্তমানে আমার হেফাজতে ইউনিয়ন পরিষদে আছেন। আমি পুলিশসহ উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
কুলাউড়া থানার ওসি মো. আব্দুস ছালেক বলেন, ঘটনার সত্যতা পেয়েছি। সিটিটিসির সদস্যরা আসলে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
সিলেট ভয়েস/এএইচএম