কুমিল্লার পাঁচে পাঁচ, নাকি বরিশালের প্রথম শিরোপা

এ নিয়ে চারবার বিপিএলের ফাইনালে উঠে চারবারই চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। এবার তাদের সামনে হ্যাটট্রিক শিরোপার হাতছানি।

২০২২ সালের ফাইনালে এই কুমিল্লার কাছে হেরে রানার্সআপ হওয়া ফরচুন বরিশালের এটি দ্বিতীয় ফাইনাল। তবে ‘ফরচুন বরিশাল’ নামে না হলেও বিপিএলে বরিশাল দল ফাইনাল খেলেছে আরও দু’বার। ২০১২ সালের প্রথম বিপিএলে বরিশাল বার্নার্স নামে ফাইনাল খেলে তারা হেরেছিল চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়টর্সের কাছে। ‘বরিশাল বুলস’ নামে বরিশাল ফাইনাল খেলেছে ২০১৫ বিপিএলেও। বিপিএলের সেটি তৃতীয় আসর এবং সেবারই প্রথম চ্যাম্পিয়ন হয় টুর্নামেন্টের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ানস।

আজ আরেকটি কুমিল্লা–বরিশাল ফাইনালের আগে তাই প্রশ্নটা আসেই—কুমিল্লার পাঁচে পাঁচ, নাকি বরিশালের প্রথম? উত্তর জানা যাবে আজ রাতেই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ দশম বিপিএলের ফাইনাল শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

পরশু রাতে রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ক্লান্ত ফরচুন বরিশাল কালকের দিনটা কাটিয়েছে বিশ্রামে। তবে সকালে পুরান ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিলে ট্রফি নিয়ে ফটোসেশন এবং সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন দলের সহ–অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

মিরাজ এর আগে দুবার বিপিএলে ফাইনাল খেললেও ট্রফি ছুঁয়ে দেখতে পারেননি। এবার সেই আক্ষেপ ঘোচাতে চান, ‘কখনো বিপিএলে ট্রফি জিতিনি। এর আগে দুবার ফাইনাল খেলেছি, এটা নিয়ে তৃতীয় হবে। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব। সবাই চায় চ্যাম্পিয়ন হতে, কুমিল্লাও চায়। মাঠে যারা ভালো খেলবে, তারাই জিতবে।’