প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের পর তৃতীয় ম্যাচে আজ সিলেট স্ট্রাইকার্সের কাছে হারল কুমিল্লা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৫ উইকেটে হারিয়েছে সিলেট।
একদিন বিরতি দিয়ে আজ মাঠে গড়িয়েছে বিপিএলের তৃতীয় দিনের খেলা। দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে এ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করেছে সিলেট।
ইনিংসের শুরুতে ব্যাট হাতে এ দিন দারুণ শুরু পেলেও দ্রুত ফিরে গেছেন কুমিল্লার ওপেনার লিটন কুমার দাস। চার বলে আট রান করে লিটন ফেরার পর ব্যাট হাতে আক্রমণ শুরু করেছিলেন কুমিল্লার আরেক ওপেনার সৈকত আলি। তবে তিনিও থিতু হতে পারেননি। দলীয় ৩৭ রানে ব্যক্তিগত ২০ রানে ফিরে যান তিনি।
সৈকত ফেরার পর মাত্র ৯ রানের ব্যবধানে ফিরে গেছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। তিন উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে কুমিল্লার স্কোরবোর্ডে জমা হয়েছিল ৪৭ রান।
ইমরুলের আউটের পর ডেভিড মালান ও জাকের আলি জুটি দেখে-শুনে খেলতে থাকেন। তারা দলীয় রান ৯৯ করে বিচ্ছিন্ন হন। মালান থিসারা পেরেরার বলে আউট হন ব্যক্তিগত ৩৭ রানে। দলের ১২৪ রানে ফেরেন মোসাদ্দেক হোসেন।
বাকিদের ব্যাটিং ব্যর্থতায় একপ্রান্ত আগলে ছিলেন জাকের। তার ব্যাট থেকে আসে অপরাজিত ৫৭* রান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান করে কুমিল্লা।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১২ রানেই প্রথম উইকেট হারায় সিলেট। তবে দ্বিতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয় হাল ধরেন। দলীয় ৫৫ রানে শান্ত ১৯ রানে ফেরেন। তবে হৃদয় ৩৭ বলে ৫৬ রান করেন।
জাকির হাসানের ১০ বলে ২০ ও মুশফিকুর রহিমের অপরাজিত ২৫ বলে ২৮* রানে ভর করে ১৭.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছায় সিলেট।