শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরা ঘোষ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সিলেট বরাবরে ব্যক্তিগত কারণ দেখিয়ে এক পত্রে এই পদত্যাগ পত্র প্রদান করেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সিলেটের পক্ষে পদত্যাগপত্রটি গ্রহণ করে সিলেট সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ।
প্রধান শিক্ষকের পদত্যাগের খবর পেয়ে শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের করে। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, এলাকাবাসী সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট থেকে বিদ্যালয়ের শিক্ষার্থী প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম তুলে ধরেন। প্রধান শিক্ষক গৌরা ঘোষের পদত্যাগের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা।