নিম্নআয়ের ১৯০ পরিবারকে শাড়ী-লুঙ্গি ও কিন স্কুলের শিক্ষার্থীদেরকে শিক্ষাসামগ্রী উপকরণ, খেলাধুলা সামগ্রী, মাদ্রাসা শিক্ষার্থীদের কোরআন শরীফ উপহার ও তাদের মাঝে খাবার বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ময়মনসিংহ স্টুডেন্টস এসোসিয়েশন’।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এ কর্মসূচি পালন করেন এসোসিয়েশনের সদস্যরা।

এ সময় শাবিপ্রবির কিন স্কুলের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ খাতা, কলম, পেন্সিল, জ্যামিতি বক্স ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া নিম্নআয়ের ১৯০টি পরিবারের সদস্যদের দুই ধাপে লুঙ্গি ও শাড়ী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ও ফুড ইঞ্জিনিয়ার এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হক, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক হিমাদ্রি শেখর, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আহসান হাবিব, প্রভাষক জাহিদ হাসান সৌরভ, সংগঠনের সভাপতি আল আমিন সরকার, সাধারণ সম্পাদক মুস্তাফি মেহেদীসহ সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।