কারিগরিতে পাসের হার ৮৬.৩৫

লতি বছর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ১৮ হাজার ১৪৫ জন।

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এর আগে সকালে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী।

এ বছর কারিগরি শিক্ষাবোর্ড থেকে মোট ১ লাখ ২২ হাজার ৪৪৪ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছাত্র ৯৩ হাজার ৬২৯ জন এবং ছাত্রী ২৮ হাজার ৮১৫ জন। এদের মাঝে উত্তীর্ণ পরীক্ষার্থী ১ লাখ ৫ হাজার ৭৩০ জন।

সিলেট ভয়েস/এএইচএম