কানাডার টরন্টোর শহরতলিতে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
স্থানীয় সময় রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে টরন্টোর উত্তরে ভগান এলাকায় এ ঘটনা ঘটেছে। খবর সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন।
ইয়র্ক আঞ্চলিক পুলিশ প্রধান জিম ম্যাকসুইন সাংবাদিকদের বলেন, একটি আবাসিক ভবনে এই গোলাগুলির ঘটনা ঘটেছে।
ম্যাকসুইন বলেন, আমরা চেষ্টা করেছি ভবনে বসবাসকারী বাসিন্দাদের যত তাড়াতাড়ি সম্ভব বের করে নিয়ে আসতে। তবে, হ্যা তাদের নিরাপদে বের করে আনতে কিছু সময় লেগেছে, কারণ ভবনটি বড় ছিল।
সন্দেহভাজন ব্যক্তি কী উদ্দেশ্যে হামলা চালিয়েছেন তা জানা যায়নি।
কনস্টেবল লরা নিকোল সিএনএনকে বলেছেন, আমি যা দেখেছি আমার পুরো চাকরিজীবনে সবচেয়ে ভয়ঙ্কর ছিল।