কানাইঘাটে ২০০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সিলেটের কানাইঘাট উপজেলায় ২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার (০৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কানাইঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চতুল বাজারে চেকপোস্ট বসিয়ে মোটর সাইকেল তল্লাশী করাকালে তাদের আটক করে।

আটক দুই মাদক ব্যবসায়ী হলেন, ঢাকার ধামরাই থানাধীন বৈন্যা পশ্চিমপাড়ার (বর্তমানে পাথরটিলা, গোয়াইনঘাট) সুনীল চন্দ্র শীলের ছেলে সুমন চন্দ্র শীল (৩৬) ও গোয়াইনঘাট উপজেলার ছৈলাখেল ৮ম খন্ড গ্রামের মজনু মিয়ার ছেলে আশিক মিয়া (২০)।

বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার।

তিনি জানান, আটককৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা জানায় দীর্ঘদিন যাবৎ জকিগঞ্জের ভারতীয় সীমান্তবর্তী করিমগঞ্জ এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে গোয়াইনঘাটের জাফলং পর্যটন এলাকায় বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।