কানাইঘাটে হারিছ চৌধুরীর পুনর্দাফন হবে রোববার

সিলেটের কানাইঘাটে আগামী রোববার (২৯ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীর পুনর্দাফন করা হবে। প্রয়াত হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দেহাবশেষ সিলেটে নেয়া হবে। সিলেটের শাহী ঈদগাহ ময়দানে বাদ জোহর জানাজা ও দোয়া মাহফিলের জন্য এম্বুলেন্সটি অবস্থান করবে। এরপর অ্যাম্বুলেন্সটি দেহাবশেষ নিয়ে কানাইঘাটের সড়কের বাজার যাবে। সেখানে মুক্তিযোদ্ধার মর্যাদায় ‘গার্ড অব অনার’ দিয়ে মরহুমের স্থাপিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে নির্ধারিত স্থানে দেহাবশেষ দাফন করা হবে।

এর আগে ২০২১ সালের ৩রা সেপ্টেম্বর রাজধানীর পান্থপথে মারা যান হারিছ চৌধুরী। দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি। তার মৃত্যুর খবর নিয়ে বেশ বিতর্ক দেখা দিয়েছিল। গত ৫ই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে তোপের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিষয়টি নতুন করে সামনে আসে। এরপর হারিছ চৌধুরীর মেয়ে সামিরা চৌধুরী আদালতে যান। এরপর ডিএনএ টেস্টের আবেদন করেন।

গত ৫ই সেপ্টেম্বর হারিছ চৌধুরীর মরদেহ কবর থেকে তুলে ডিএনএ টেস্টের নির্দেশ দেন হাইকোর্টের  বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের বেঞ্চ। আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষা করে দাফন করা লাশটি হারিছ চৌধুরীর বলে উচ্চ আদালতকে জানায় পুলিশ।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীর দেহাবশেষ সিলেটে দাফনের জন্য সিলেটের কানাইঘাট উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে কবরের জায়গা নির্ধারণ করে তার পরিবার। পরে হারিছ চৌধুরীর নিজ হাতে প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে কবরের স্থান নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত মোতাবেক আগামী  রোববার সেখানেই হারিছ চৌধুরীর দেহাবশেষ পুনর্দাফন করা হবে।