আসন্ন কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন এ কে এম শামসুজ্জামান বাহার। নির্বাচনী প্রচার-প্রচারণা, মতবিনিময়, সভা-সমাবেশের মধ্য দিয়ে জমিয়ে তুলেছেন নির্বাচনের মাঠ। প্রতিটি এলাকাতেই ব্যাপক সাঁড়া পাচ্ছেন তিনি। এবারের নির্বাচনে শামসুজ্জামান বাহারের সঙ্গেই মূল লড়াই হবে অন্যান্য প্রার্থীদের-এমনটা মনে করছেন ভোটাররা।
শামসুজ্জামান বাহার কানাইঘাট উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান প্রয়াত এম এ রকিবের ছেলে। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য।
রোববার (১৯ মে) নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উপজেলার ৪নং সাতবাঁক ইউনিয়নের জুলাই কওমি মাদরাসা, চরিপাড়া মহিউস সুন্নাহ মাদ্রাসায় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি। পরে স্থানীয় ভবানীগঞ্জ বাজারে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন বাহার।
এর আগে গত শনিবার উপজেলার ৫নং বড়চতুল ইউনিয়নে একাধিক নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী শামসুজ্জামান বাহার। প্রথমে লখাইরগ্রাম ও পরে বড়চতুল গ্রামের জামে মসজিদ মিলনায়তনে এলাকাবাসীর উদ্যোগে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
এরপর চতুলের হারাতৈল মহিলা মাদরাসা মাঠে এলাকার ১৪ মৌজার সর্বস্তরের লোকজনদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা বক্তব্য রাখেন তিনি।
এসময় শামসুজ্জামান বাহার বলেন, ‘চতুল ইউনিয়নবাসী দলমতের উর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষ আমাকে যে অকুন্ঠ সমর্থন জানিয়েছেন তা আমি এই এলাকার মানুষের উন্নয়নের মাধ্যমে প্রতিদান দিতে চাই। আমার প্রয়াত পিতা কানাইঘাট উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান এম এ রকিব চতুলবাসীর জন্য উন্নয়ন করেছিলেন বলে আজ সবাই আমাকে সমর্থন করছেন। এসময় তিনি ৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে ভোট দেওয়ার আহবান জানান।’
মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-উলামা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।