কানাইঘাটে ব্যবসায়ীর সাড়ে ৩ লাখ টাকা লুটে নিল মুখোশধারীরা

কানাইঘাটে এক ব্যবসায়ীর সাড়ে ৩ লাখ টাকা লুটে নিল মুখোশধারী দুর্বৃত্তরা।

শনিবার (২৭ জানুয়ারি) রাত ১২ টার দিকে কানাইঘাট ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কানাইঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন কানাইঘাট বাজারের ব্যবসায়ী ও পৌরসভার ধনপুর গ্রামের মৃত মাওলানা ফয়জুর রহমানের পুত্র হোসেন আহমদ।

জানা যায়, কানাইঘাট বাজারের ব্যবসায়ী হোসেন আহমদ শনিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। রাত ১২টার দিকে কানাইঘাট সরকারি ডিগ্রি কলেজের সামনে পৌঁছামাত্র পিছন থেকে মোটরসাইকেল আরোহী ৩ জন মুখোশধারী দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার মোটর সাইকেলের গতিরোধ করে। এ সময় তাকে মারধর করে সাথে থাকা ব্যবসার নগদ সাড়ে ৩ লক্ষ টাকা, ৩টি মোবাইল সেট নিয়ে যায় দুর্বৃত্তরা। ব্যবসায়ী হোসেন আহমদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

বিষয়টি কানাইঘাট থানা পুলিশকে অবহিত করা হলে তাৎক্ষণিক থানার এস.আই মুজিবুর রহমান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ঘটনার সাথে জড়িত কাউকে এখন পর্যন্ত পুলিশ সনাক্ত বা আটক করতে পারেনি।

থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ব্যবসায়ী হোসেন আহমদের টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের আলোকে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

প্রসঙ্গত, সম্প্রতি কয়েক মাস থেকে কানাইঘাট পৌরসভার বাইপাস মোড়, মনসুরিয়া মাদ্রাসা পয়েন্ট, মুশাহিদ সেতুর উভয় পাশে প্রায়ই দুর্বৃত্তরা ভারতীয় চিনিসহ চোরাই পণ্য লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। মাসখানেক পূর্বে কানাইঘাট উপজেলা রোডের বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমানকে মারধর করে প্রায় ৪ লক্ষ টাকা লুটে নেয় মুখোশধারী দুর্বৃত্তরা।