কানাইঘাটে বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ও পুষ্পস্তপক অর্পণ

১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তপক অর্পণ পরবর্তী উপজেলা সভা কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীনের সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ওয়াজিদ ওয়াসিফের পরিচালনায় শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. সুবল চন্দ্র বর্মণ, কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন প্রমুখ।

শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, ‘১৯৭১সালের মহান স্বাধীনতা সংগ্রাম যখন বিজয়ের দ্বারপ্রান্তে তখন পাকিস্থানী হানাদার বাহিনী ও তাদের দোসররা বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখা জাতির অনেক শ্রেষ্ঠ সন্তানদের ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর বেছে বেছে নির্মমভাবে হত্যা করে হানাদার বাহিনী। যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন সে-সব শহীদ বুদ্ধিজীবিদের সবসময় দেশের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে আসছেন।’

আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা সাদিকুর রহমান।