কানাইঘাটে বিপদসীমার নিচে নেমেছে সুরমার পানি

সিলেটে বৃষ্টিপাত কমে যাওয়ায় বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। বুধবার (২৬ জুন) সকাল ৯টায় সুরমা নদী কানাইঘাট পয়েন্টে ১ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে যেখানে সকাল ৬টায় ১ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছিল।

এর আগে, অন্য সব নদীগুলো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, আজ সকাল ৯ টা পর্যন্ত সুরমা নদী কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে, সুরমা নদী সিলেট পয়েন্টে ৫৫ সেন্টিমিটার নিচে, গোয়াইনঘাটে সারিগোয়াইন নদী বিপৎসীমার ১৩৭ সেন্টিমিটার নিচে, জাফলংয়ে ডাউকি নদী বিপৎসীমার ৩৩৬ সেন্টিমিটার নিচে, সারিঘাটে সারি নদী বিপৎসীমার ২২৭ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় সিলেটে ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

এদিকে সিলেট জেলার বন্যা পরিস্থিতির হালনাগাদ তথ্যমতে, সিলেট সিটি কর্পোরেশনের ২টি ওয়ার্ড সহ জেলার সবকয়টি উপজেলার ১০৯টি ইউনিয়ন ও পৌরসভা এখনো বন্যা আক্রান্ত। এসব ওয়ার্ড ও ইউনিয়নে বন্যা আক্রান্ত লোকের সংখ্যা প্রায় ৭ লক্ষ ৮৯ হাজার ১৩১ জন। এসব এলাকায় ২৫৮ টি আশ্রয়কেন্দ্রে এখনো আশ্রয় নিচ্ছেন ১৩ হাজার ১৯৪ জন মানুষ।

সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, বন্যা আক্রান্ত জনগণের জন্য ত্রাণ বিতরণ ও খাদ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় তৎপরতা চালানো হচ্ছে। এছাড়া বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়গুলোতে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। বন্যার্তদের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য ইউনিয়ন ভিত্তিক মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া সরকারি-বেসরকারিভাবে ত্রাণ বিতরণ কার্যক্রমও চলমান রয়েছে।

জেলা প্রশাসন আরও জানায়, বন্যায় এ পর্যন্ত সিলেট জেলায় কোন প্রাণহানীর তথ্য পাওয়া যায়নি। তবে সার্বিক পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।