সিলেটের কানাইঘাট উপজেলার বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী।
শনিবার (১ জুন) সন্ধ্যা ৭টায় উপজেলা সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে ও কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকীর কাছে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরীসহ জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার সার্বিক বন্যা পরিস্থিতি তুলে ধরে জানান, কানাইঘাটে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সব-সময় বন্যা হয়। এতে করে মানুষের জানমাল সহ রাস্তা-ঘাট ও ফসলের ব্যাপক ক্ষতিসাধন হয়। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বন্যা থেকে কানাইঘাট উপজেলাকে রক্ষা করতে হলে সুরমা ডাইকের ভাঙন কবলিত এলাকায় টেকসই বাঁধ নির্মাণ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ডাইকগুলো দ্রুত মেরামতের দাবি জানান। বিগত ২০২২ সালের ভয়াবহ বন্যার পর রাস্তা-ঘাটে ব্যাপক ক্ষতিসাধন হলেও তা এখন পর্যন্ত সংস্কার বা মেরামত করা হয়নি, যার কারণে এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ রাস্তা-ঘাট ও সড়কগুলো দ্রুত সংস্কার করার জন্য বিভাগীয় কমিশনারের কাছে দাবি জানান জনপ্রতিনিধিরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন আকস্মিক পাহাড়ি ঢলে ক্ষয়ক্ষতি সহ প্রশাসনের পক্ষ থেকে যেসব ব্যবস্থা নেয়া হয়েছে তা তুলে ধরেন সভায়।
এসময় সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী বলেন, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতি দেখার জন্য আমরা এসেছি। জনপ্রতিনিধিদের মতামতগুলো আমরা সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তরকে অবহিত করব। ভবিষ্যতে যাতে করে বন্যা পরিস্থিতি মোকাবেলা করা যায় এবং বন্যায় মানুষের জানমালসহ রাস্তা-ঘাট, ডাইকের ক্ষয়ক্ষতি না হয় এজন্য পরিকল্পনা গ্রহণ করে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে থাকার আহ্বান জানান।
মতবিনিময় সভায় সার্বিক বন্যা পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন, কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহমেদ চৌধুরী, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান মাও. শামসুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন সহ কর্মকর্তাবৃন্দ।