সিলেটের কানাইঘাট থানার নবাগত ওসি গোলাম দস্তগীর আহমেদ ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।
শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় তার কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কানাইঘাট সার্কেলের সিনিয়র এএসপি আব্দুল করিম।
থানার সেকেন্ড অফিসার (এসআই) সোহেল মাহমুদের পরিচালনায় সভায় নবাগত ওসি গোলাম দস্তগীর আহমেদ কানাইঘাটে দায়িত্ব পালনকালে প্রেসক্লাব নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করে বলেন, পুলিশ ও সাংবাদিক একে অন্যের পরিপূরক। আইনশৃঙ্খলার উন্নয়নে সাংবাদিকরা বড় ধরণের ভূমিকা পালন করে থাকেন।
তিনি আরও বলেন, এখানে আমি সদ্য যোগদান করেছি। এর পূর্বে আমি কানাইঘাট থানার পার্শ্ববর্তী জৈন্তাপুর মডেল থানায় ২২ মাস ওসির দায়িত্ব পালন করেছি। সেখানে স্থানীয় সাংবাদিকরা আমাকে প্রতিটি কাজে সহযোগিতা করেছেন। কানাইঘাটকে শান্তির জনপদে পরিণত করতে এবং পুলিশি সেবা তাৎক্ষণিক জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে আমার প্রথম কাজ।
সভায় সাংবাদিকরা বলেন, কানাইঘাটের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় ও ধর্মপ্রাণ। এখানে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ রয়েছে। তারা প্রতিটি কাজে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করে থাকেন।
মতবিনিময়কালে বক্তব্য দেন, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক ও স্বাধীন বাংলার সিলেট ব্যুরো চিফ সিনিয়র সাংবাদিক এম এ হান্নান, ক্লাবের বর্তমান সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও কানাইঘাট থানার ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথ।
এছাড়া উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি আব্দুন নুর, সহ-সম্পাদক মাহবুবুর রশিদ, কোষাধ্যক্ষ মিছবাহুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহিন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তাউহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সুজন চন্দ অনুপ, সদস্য মাহফুজ সিদ্দিকী, জয়নাল আজাদ, হাফিজ আহমদ সুজন ও সহযোগী সদস্য মুফিজুর রহমান নাহিদ।
প্রসঙ্গত, বদলিজনিত কারণে জৈন্তাপুর মডেল থানা থেকে গত ২৭ জানুয়ারী কানাইঘাট থানার ওসি হিসেবে যোগদান করেন গোলাম দস্তগীর আহমেদ। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নিলক্ষ্যা গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।