কানাইঘাটে পুলিশের অভিযানে ১৬ জুয়াড়ি গ্রেফতার

সিলেটের কানাইঘাট থানা পুলিশ মঙ্গলবার (২০ জুন) দিবাগত রাতে উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের আগতালুক গ্রামে অভিযান চালিয়ে জুয়াড়ি চক্রের ১৬ সদস্যকে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানার এস.আই নঈম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে পুলিশ নগদ ৬২ হাজার ৫’শ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করে।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন- গণিকান্দি গ্রামের মৃত আমান উল্লার পুত্র আতাব উদ্দিন, একই গ্রামের মোহাম্মদ আলীর পুত্র মামুন, মৃত হাজির আলীর পুত্র মোসলেহ উদ্দিন, মৃত ছইফুল্লার পুত্র মন্তাজ আলী, নিজ বাউরভাগ পশ্চিম গ্রামের মৃত আব্দুস শুকুরের পুত্র আব্দুল হান্নান, একই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের পুত্র মোহাম্মদ আলী, খালেদ আহমদের পুত্র তারেক আহমদ, নুর উদ্দিনের পুত্র তাজ উদ্দিন, আগতালুক গ্রামের মৃত হাবিব উল্লাহর পুত্র জব্বার আহমদ, একই গ্রামের আহমদ আলীর পুত্র ফখরুল ইসলাম, মৃত ইব্রাহিম আলীর পুত্র দেলোয়ার হোসেন, গোয়ালজুর গ্রামের মৃত হোসেন আলীর পুত্র জহির উদ্দিন, একই গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র নিজাম উদ্দিন মাসুম, আমরপুর গ্রামের আব্দুল আজিজের পুত্র ফয়েজ উদ্দিন, ফখরচটি গ্রামের বরকত উল্লার পুত্র দুলাল ও বাখাইরপাড় গ্রামের মৃত হায়াত উল্লাহর পুত্র আব্দুল কাদির।

এস.আই মজিবুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেছেন পুলিশ।