সিলেটের কানাইঘাট উপজেলার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে নগরীর চাঁদনীঘাট থেকে তিনি একটি স্পিডবোট নিয়ে নদীপথে গিয়ে কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের বন্যার্ত আড়াইশ পরিবারের মাঝে ত্রাণ ও শিশুখাদ্য বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার সাদাত, কানাইঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জী, সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আহসানুল আলম, পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আমির হোসাইন খান ও কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম।
ত্রাণ বিতরণ শেষে জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সিলেট জেলার বন্যাকবলিত কেউ অভুক্ত থাকবে না। আমাদের পর্যাপ্ত ত্রাণ সহায়তা রয়েছে। বন্যাকবলিতদের নিয়মিত ত্রাণ দেওয়া হচ্ছে। এছাড়া আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির তালিকা তৈরি করে ঢাকায় প্রেরণ করেছি।
প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যাকবলিত সিলেট জেলার খোঁজখবর নিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বন্যার সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন। আশা করি শিগগির বন্যা পরবর্তী পুনর্বাসন সংক্রান্ত নির্দেশনা আসবে।
তিনি আরও বলেন, আজ আমরা কানাইঘাটের বন্যাদুর্গত পানিবন্দি অসহায় ২৫০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও শিশুখাদ্য বিতরণ করেছি। আমাদের ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।