কানাইঘাটে যুবদল নেতার হাতে ছাত্রদল নেতা খুন

সিলেটের কানাইঘাটে বন্ধুর হাতে ছুরিকাঘাতে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে কানাইঘাট পৌরসদরে এ ঘটনা ঘটে। নিহত মো. আব্দুল মুমিন (২৮) কানাইঘাট পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌরসদরের ধনপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রদলের গ্রুপিং রাজনীতি নিয়ে মুমিন ও রাজুর ঝগড়ার জেরে সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে পৌরসদরে পয়েন্টে আল-আমিন ফার্মেসির সামনে তাদের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে রাজু ক্ষুর দিয়ে মুমিনের পেটে আঘাত করেন। এ সময় প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলো রাজু পালিয়ে যান। পরে মুমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত ঘাতক রাজু আহমদ (২৮) দুর্লভপুর গ্রামের মৃত জায়ফর আলীর ছেলে এবং যুবদলের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

এ ঘটনায় কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন- ময়না তদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকের কলেজে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে ধরতে পুলিশকে একাধিক দলে ভাগ হয়ে অভিযান চালাচ্ছে।