কানাইঘাট উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
২য় দফা বন্যায় উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার বন্যাদুর্গত এলাকায় সরকারিভাবে ১৪০ মেট্রিক টন চাল এবং নগদ ২০ লক্ষ টাকার খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি জানিয়েছেন।
প্রতিদিন বন্যাদুর্গত এলাকায় সরকারি ত্রাণ সামগ্রী প্রতিটি পরিবারের মধ্যে পৌছে দিতে দিন-রাত দুর্গম এলাকা পরিদর্শন করে ত্রাণ সামগ্রী পৌছে দিচ্ছেন তিনি।
মঙ্গলবার (২৮ জুন) বেলা সাড়ে ১১টায় ধারাবাহিকভাবে কানাইঘাট পৌরসভার বায়মপুর খেয়াঘাট বাসস্ট্যান্ড এলাকায় অস্থায়ীভাবে বসবাসরত বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫টি বেদে পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি তাদের খোঁজ খবর নেন নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি। বেদে পরিবারের নারী-পুরুষ ও শিশুরা নির্বাহী কর্মকর্তাকে পাশে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
তারা বলেন, এর আগের বন্যায় তাদের বসবাসের তাবুগুলো বন্যার পানিতে ডুবে গিয়েছিল। এবারের বন্যায় তাদের তাবু বন্যার পানিতে তলিয়ে গেলে বিভিন্ন স্থানে গিয়ে তারা বসবাস করছিল। কিন্তু কেউ তাদের খোঁজ খবর নেয়নি। আগের বন্যার সময় নির্বাহী কর্মকর্তা নিজে এসে তাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছিলেন। এবারের বন্যার সময় খাদ্যসামগ্রী নিয়ে স্বয়ং নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি তাদের খোঁজ খবর নেওয়ায় অনেকে নানা প্রকার খাদ্য সামগ্রী পেয়ে কেঁদে ফেলেন।
বেদে পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি বলেন- দেশের সকল সম্প্রদায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নতি সাধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। বেদে সম্প্রদায়ের লোকজন বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে জীবন-যাপন করে থাকেন। তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে তাদেরকে ভাতার আওতায় আনা হয়েছে। বন্যায় তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন সব সময় প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য যা যা করা দরকার সেটি করা হবে বলে তিনি জানান।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাংবাদিক আমিনুল ইসলাম, শাহিন আহমদ।