কাউন্সিলর আজাদের বাসায় হামলা: সিসিকের কর্মবিরতি পালন

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসায় হামলার প্রতিবাদে এক ঘন্টা কর্মবিরতি করেছে সিলেট সিটি কর্পোরেশন। রোববার (৩০ জুন) দুপুর ১২-১ টা পর্যন্ত নগর ভবনসহ একযোগে সিসিকের ৪২টি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে কর্মবিরতি পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন সিসিকের ভারপ্রাপ্ত মেয়র মো. মখলিছুর রহমান কামরান, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এবং সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী প্রমুখ। কর্মবিরতিতে অংশ নেন সিসিকের সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ।

সিসিকের ভারপ্রাপ্ত মেয়র মো. মখলিছুর রহমান কামরান বলেন, ‘সহকর্মী কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসায় হামলার তীব্র নিন্দা জানাই। ভবিষ্যতে যদি এ ধরণের কোনো ঘটনা ঘটটে তাহলে সিলেট সিটি করপোরেশনের সকল সেবামূলক কার্যক্রম বন্ধ করে দেব।’

তিনি আরও বলেন, আগামী ১ জুলাই সোমবার টিলাগড় পয়েন্টে অবস্থান কর্মসূচি ও পরদিন ২ জুলাই মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের কাছে স্মারক লিপি প্রদান কর্মসূচি পালন করা হবে।