শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ক সংগঠন ‘কাইজেন সাস্ট’র ১২ তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মো. মাহফুজুল আওয়াল নিপুন ও সাধারণ সম্পাদক হিসেবে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের একই সেশনের শিক্ষার্থী তাসনিমুল হাসান জাহাঙ্গীর (ইফাজ) কে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে সংগঠনের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন সহ সভাপতি মো. মহিবুল্লাহ সাব্বির, সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার মুত্তাকী উৎস, কোষাধ্যক্ষ ইয়াছিন আরাফাত, সহ-কোষাধ্যক্ষ মো. এহসানূল আলম নায়িম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ বেপারী, তথ্য প্রযুক্তি এবং প্রচার সম্পাদক সাকিব হোসাইন শাওন, স্কুল ইন চার্জ (স্কিল ডেভেলপমেন্ট) মো. আদনান হোসেন, স্কুল ইন চার্জ (ইঞ্জিনিয়ারিং ডিজাইনস এন্ড প্রজেক্টস) শাহ নেওয়াজ।
এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন শাফী আব্দুল্লাহ, মান্না চৌধুরী, মো. সাইফুর রহমান, মো: আজিজুল হক, হিমেল দাস, সাইফুর রহমান তাশকি, আল রোমান ও কামরুল হাসান।
উল্লেখ্য, বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ক বিভিন্ন কর্মকান্ডের উদ্দেশ্যে ২০১১ সালে কাইজেন সাস্ট যাত্রা শুরু করে।