সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হাসনাবাজ গ্রামে মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় শান্তিগঞ্জ থানায় তিনটি পৃথক হত্যা মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে মালদার মিয়ার পক্ষের শাহজাহান মিয়া হত্যার ঘটনায় প্রতিপক্ষ দ্বীন ইসলাম গোষ্ঠির ১১৩ জনকে অভিযুক্ত করে একটি এবং দ্বীন ইসলামের পক্ষের আব্দুল লতিফের ছেলে নুরুল হক ও আব্দুস সুফির ছেলে বাবুল মিয়া নিহতের ঘটনায় ১৬৩ জনকে আসামী করে আরো পৃথক দুটি মামলায় দায়ের করা হয়েছে।
বুধবার (১৯ জুলাই) সকালে মালদার মিয়া পক্ষের শাহজাহান মিয়া হত্যার ঘটনায় তার ভাতিজা সৈয়দ হোসেন বাদী হত্যা মামলাটি করেন। এরআগে গত রবিবার সন্ধ্যায় দ্বীন ইসলাম গোষ্ঠীর নিহত নুরুল হকের ভাই তফজ্জুল হক ও বাবুল মিয়ার ভাই ফারুক আহমদ বাদী হয়ে মালদার মিয়ার পক্ষের ১৬৩ জনকে আসামী করে পৃথক দুটি মামলা দায়ের করেন।
দু’পক্ষের তিনটি মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী।
উল্লেখ্য, গত শুক্রবার (০৭ জুলাই) হাসনাবাজ জামে মসজিদে জুমা’র নামাজের পর একটি কাঁঠাল নিলাম নিয়ে মালদার মিয়ার গোষ্ঠি ও দ্বীন ইসলাম গোষ্ঠির লোকজনের মাঝে বাকবিতণ্ডা হয়। এর জেরে গত সোমবার (১০ জুলাই) সকাল ১১ টায় হাসনাবাজ গ্রামে দুই গোষ্ঠি রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষের ঘটনায় দ্বীন ইসলাম গোষ্ঠির হাসনাবাজ গ্রামের আব্দুল লতিফের ছেলে নুরুল হক, আব্দুস সুফির ছেলে বাবুল মিয়া ও মালদার মিয়ার গোষ্ঠীর আব্দুল বাসিরের ছেলে শাহজাহান মিয়া মারা যান। পরদিন রাতে অন্যগ্রামে পালিয়ে যাওয়ার সময় মালদার মিয়ার পক্ষের মুখলেছুর রহমান নামের আরেকজন মারা গেছে বলে প্রচার হলেও মুখলেছুরের স্ত্রীর বক্তব্যে মুখলেছুরের মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়। পুলিশ বলেছে, ময়না তদন্তের রিপোর্ট পাবার আগে কিভাবে মুখলেছুর রহমানের মৃত্যু ঘটেছে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
এদিকে সংঘর্ষের দিন থেকে অভিযান চালিয়ে উভয়পক্ষের ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় থানা পুলিশ। এরমধ্যে গতকাল মঙ্গলবার সংঘর্ষের মুলহোতা মইনুল হককে ভারত হয়ে ফ্রান্সে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। এরআগে গত বুধবার মইনুল হকের ভাই এবাদুল হককে সিলেট থেকে দুবাইগামী একটি ফ্লাইট থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, দুই পক্ষের তিনজন বাদী হয়ে পৃথক তিনটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার আসামীদের গ্রেপ্তারে শান্তিগঞ্জ থানা পুলিশ তৎপর রয়েছে। এঘটনার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।