কলম্বিয়ার মেডেলিন শহরের এক আবাসিক এলাকায় অপেক্ষাকৃত ছোট আকৃতির একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৮ জন নিহত হয়েছেন।
রয়টার্স জানায়, সোমবারের (২১ নভেম্বর) এই দুর্ঘটনায় মারা গেছেন বিমানের সব যাত্রী। শহরের জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এক টুইটে জরুরি বিভাগ জানিয়েছে, ৮ আরোহীসহ বিমানটি নগরীর বেলেন রোসালিস এলাকায় পড়েছে এবং এতে অন্তত একটি বাড়ি বিধ্বস্ত হয়েছে। আরোহীদের মধ্যে ছয় যাত্রী ও দুই ক্রু সদস্য ছিলেন। তাদের সবার মৃত্যু হয়েছে। তবে সেই বাড়ির কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
শহরটির মেয়র কিন্তেরো টুইটারে লিখেছেন, বেলেন রোসালিস এলাকায় একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। সরকার তার সমস্ত সক্ষমতা নিয়ে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে।
দুই ইঞ্জিনের পাইপার বিমানটি মেডেলিন থেকে পার্শ্ববর্তী চোকো বিভাগের পিসারোর উদ্দেশ্যে রওনা হয়েছিল বলে জানিয়েছেন কিন্তেরো।
এর আগে ২০১৬ সালে এই শহরের পাশের এক পাহাড়ে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিলের ফুটবলারবাহী একটি বিমান। বিমানটির জ্বালানি ফুরিয়ে গিয়েছিল। সেই দুর্ঘটনায় বিমানের ৭৭ আরোহীর ৭১ জন নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে ছিলেন ১৬ ফুটবলার।