সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৩ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আতিকুর রহমান শাবু এ তফসিল ঘোষণা করেন।
এসময় সহকারী নির্বাচন কমিশনার মো. ইফতিয়াক হোসাইন মঞ্জু ও সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মো. খায়রুল আলম উপস্থিত ছিলেন।
এছাড়া তফসিল ঘোষণা অনুষ্ঠানে সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এম শফিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি সমর বিজয় শী শেখর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সজল কুমার রায়, সাবেক সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, মো. আবুল ফজল, সিনিয়র আয়কর আইনজীবী আবু মো. আসাদ, বিধুভুষন ভট্টাচার্য্য, অ্যাডভোকেট সুব্রত কুমার রায়, অ্যাডভোকেট আলী আহমদ, মিন্টু চন্দ্র রায় অনুপব্রত, সঞ্জয় মালাকার, দেবদুলাল চৌধুরী, সুশীল চন্দ্র দাশ, মো. সাইদুর রহমান, কবিন্দ্র কুমার, মো. জাহাঙ্গীর আলম, মো. কামাল আহমদ, আ স ম মুবিনুল হক শাহীনসহ সিনিয়র ও জুনিয়র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
তফসিল অনুযায়ী মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। আগামী ৪ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ৮ জানুয়ারি মনোনয়পত্র বাছাই ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, ৯ জানুয়ারি বৈধ প্রার্থীর তালিকার অসম্মতিতে সংক্ষুব্ধ প্রার্থীর রিভিউ, ১০ জানুয়ারি মনোনয়পত্র প্রত্যাহার, ১১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ১৯ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আতিকুর রহমান শাবু নির্বাচন পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেছেন।