শেখ হাসিনা সরকারের শাসনামলে একাধিক হয়রানিমূলক মামলা, অগ্নিসংযোগ ও নির্যাতনে বাধ্য হয়ে যুক্তরাজ্যে নির্বাসনে থাকা বিএনপির কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে ২২ অক্টোবর বিমানবন্দরে অভ্যর্থনা প্রদান এবং ২৭ অক্টোবর শান্তিগঞ্জ উপজেলা বিএনপির জনসভাকে সফল করতে প্রস্তুতি সভা করেছে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলার পাগলা বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার পাথারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন।
সভায়, সুনামগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম কয়ছর আহমদকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বরণ করতে শান্তিগঞ্জ উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা হাজি জালাল উদ্দিনকে আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক নুর আলীকে সদস্য সচিব করে ১০১ সদস্যবিশিষ্ট সংবর্ধনা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। এছাড়া স্ব স্ব উদ্যোগে শতাধিক গাড়িবহর নিয়ে কয়ছর এম আহমদকে নিয়ে বিমানবন্দর থেকে নির্বাচনী এলাকায় (সুনামগঞ্জ-৩) আনন্দ শোভাযাত্রা করার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া ২৭ অক্টোবর শান্তিগঞ্জে বিএনপির সভা সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে কয়েকটি উপকমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি লুৎফুর রহমান, বিএনপি নেতা হাজী কমর উদ্দিন, আউয়াল উদ্দিন, আব্দুল লতিফ, আখতারুজ্জামান বাবুল, পাথারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুদ্দিন, ইউপি সদস্য শামসুন্নুর, বিএনপি নেতা ইলিয়াস আলী, কাজি সাদিকুর রহমান আতিক, স্বেচ্ছাসেবকদল নেতা হোসাইন মিয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রঞ্জিত সূত্রধর, যুগ্ম-আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, ফরিদ আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাসুম আহমদ, শহিদুল ইসলাম মুন্সি, যুবদল নেতা ইমরুল কয়েস, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিদ মিয়া, শিমুলবাঁক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিক, পূর্ব পাগলা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রুকন উদ্দিন, পাথারিয়া ইউনিয়ন যুবদল নেতা মনছুর আলম, পূর্ব পাগলা ইউনিয়ন যুবদল নেতা কাউসার আহমদ ও উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা সিজিল আহমদ রনি, ইউনিয়ন যুবদলের সভাপতি নূরুল আমীন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ইউনিয়ন যুবদল নেতা বিলাল আহমদ, কাজি ওমর ফারুক দীপু মেম্বার, মঞ্জুর রশিদ আমিনী, লুৎফুর রহমান, আবুল খয়ের, নূর উদ্দিন, নাজু আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা নজির আহমদ, রশিদ মিয়া, তারেক আহমদ, কাউসার আহমদ, জাহির আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদাত হোসেন কামরান, উপজেলা ছাত্রদল নেতা ইমরান হোসেন, আবু তাহের ইমন, তানজিব তালুকদার, জাবেদ আহমদ, জাহিদ হোসেন ও সাকিব খাঁন ও সিদ্দিকুর রহমান পাপ্পু প্রমুখ।