মৌলভীবাজারের কমলগঞ্জে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলার ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাজকল্যাণ পরিষদের আয়োজনে ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ সমাজকল্যাণ পরিষদের সভাপতি হাফেজ ফাত্তাহুর রশিদ মাহফুজ’র উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ৫০০ জন চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা সেবা এবং তাদের মধ্যে থেকে ৫০ জন রোগীকে অপারেশনের আওতায় আনা হয়। বেলা ১১টার ফ্রি চিকিৎসা ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাজকল্যাণ পরিষদ কমলগঞ্জ পৌর শাখার সভাপতি মাওলানা জুনাইদ আহমদ আস্তফা’র সভাপতিত্বে ও মাওলানা মুহাম্মদ সিহাব উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিল্যান্ড ডি, এম সাদিক আল শাফিন, মৌলভীবাজার মুসলিম কমিনিউটির প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা শেখ গাজী নুরে আলম হামিদী, সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা মাওলানা নুরুল মুক্তাকিম জুনাইদ, কমলগঞ্জ পৌর বনিক সমিতির সহ-সভাপতি কাজী মামুনুর রশিদ, কমলগঞ্জ সমাজকল্যাণ পরিষদের পৃষ্ঠপোষক মাওলানা লুৎফর রহমান জাকারিয়া, সিনিয়র সভাপতি মাওলানা হুসাইন আহমদ খালেদ, সাধারণ সম্পাদক হাফিজ লুৎফর রহমান শিপন, অর্থ সম্পাদক শামসুল ইসলামসহ আরো অনেকে। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।