‘শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ এ স্লোগান নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার(১৮ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি,আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে শেখ রাসেল এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় । পরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো.রফিকুর রহমান।
উপজেলা স্কাউট সম্পাদক মোশাহিদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো.জুয়েল আহমেদ,কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার(ভূমি)সুমাইয়া আক্তার,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার,কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.সিদ্দেক আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম ভূইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, সাংবাদিক নির্মল এস পলাশ, শিক্ষার্থী শাওলি বেগম, পুস্পা সিনহা, আমিনা বেগম প্রমূখ।
আলোচনা সভা শেষে অতিথিরা রচনা,চিত্রাংকন, কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, স্কাউটের সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে দিবসটি পালিত হয়েছে।