মৌলভীবাজারের কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষিকাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষিকা ফাহমিদা বেগম ও শেলী রানী ধরকে আনুষ্ঠানিকভাবে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় বিদায়ী দুই শিক্ষিকা শিক্ষক জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে আবেগাপ্লোত হয়ে পড়েন।
কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মোশাহিদ আলীর সভাপতিত্বে ও শিক্ষক সমরেন্দু সেনগুপ্ত বুলবুলের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা ইউআরসি ইনস্ট্রাক্টর মো. ইকবাল হোসেন, সহকারি শিক্ষা কর্মকর্তা মো. ইসহাক মিঞা ও সহকারি শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা। স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক গাজী মো. সালাহ্উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করে ছাত্র রাকিল আহমেদ ও গীতাপাঠ করে ছাত্রী মৃত্যিকা দেব।
শিক্ষার্থীদের মধ্যে বিদায়ী দুই শিক্ষিকার উদ্দেশ্যে বক্তব্য রাখেন ৫ম শ্রেণির ছাত্রী সিরাজা মনিকা। এছাড়াও বক্তব্য রাখেন। সহকারী শিক্ষিকা খায়রুন নাহার।
আলোচনা সভা শেষে দুই বিদায়ী শিক্ষিকাকে ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয়।