কমলগঞ্জে জলাবদ্ধ জমিতে ৩০০ একর আমন পচে বিনষ্ট

পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা থাকার কারণে মৌলভীবাজারের কমলগঞ্জে ৮-৯ দিন ধরে ৩০০ একর রোপা আমন পানিতে নিমজ্জিত।

কৃষকরা বলছেন, সব চারা পচে বিনষ্ট হয়ে গেছে। উপজেলার আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের শতাধিক কৃষকের হাড়ভাঙা পরিশ্রমই পানির নিচে তলিয়ে গেছে।

উপজেলার উত্তরভাগ, মধ্যভাগ, নোয়াগাঁও, কালারায়বিল, শ্রীপুর, পাথারীগাঁও গ্রামের ওয়াসিম মিয়া, আলম মিয়া, প্রসন্ন সিংহ, সুশীল সিংহ, জমসেদ আলী, নিশিকান্ত প্রমুখ কৃষকদের সাথে আলাপকালে জানা যায়, বিগত এক সপ্তাহ টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এসব গ্রামের ফসলী জমি তলিয়ে গেছে।

তারা জানান, স্থানীয় নৈনাছড়া নদীতে মাছ ধরার জন্য বাঁশের খাঁটি, নদীর পাশ ছোট হওয়া এবং এ নদীতে দীর্ঘদিন ধরে নির্মাণাধীন একটি ব্রিজের ডাইভারসন সরু থাকায় পানি নিষ্কাশন হচ্ছে না।

এগিকে গেল মঙ্গলবার আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জনি খাঁন ও দুই ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ নিমজ্জিত ফসলী জমি পরিদর্শন করেন ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা জনি খাঁন জানান, মূলত পানি নিষ্কাশনে ব্যপক প্রতিবন্ধকতা নদীর পানি প্রবাহে বাধায় আমনের ফলন ব্যাহত হচ্ছে। নির্মাণাধীন ব্রিজের ডাইভারসন সরু থাকায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন বলেন, দ্রুত এ সব সমস্যা নিরসনে ব্যবস্থা নেওয়া হবে।