মৌলভীবাজারের কমলগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সম্প্রীতি সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১১টায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়ি থেকে বিভিন্ন ফেস্টুন, কৃষ্ণসাজসহ নানা সাজে সজ্জিত শিশুদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি ভানুগাছ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দুর্গাবাড়িতে গিয়ে শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুমিত সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক শংকর লাল সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রণীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় শোভাযাত্রাপূর্ব সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরী, নারী ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, নিহারেন্দু ভট্টাচার্য, পূজা উদযাপন পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্যামল চন্দ্র পাল প্রমুখ।
শোভাযাত্রায় কমলগঞ্জ পূজা উদযাপন পরিষদ ছাড়াও বিভিন্ন সংগঠন ও এলাকার হাজারও কৃষ্ণভক্ত নর-নারী অংশগ্রহণ করেন।