কমলগঞ্জে চা শ্রমিকদের পাশে ওয়ার্কার্স পার্টি

চা শ্রমিকদের ৩০০ টাকা মজুরির দাবির অন্দোলনে সংহতি জানিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা-বাগানে ক্ষুধার্ত চা শ্রমিকদের মাঝে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সিকান্দর আলী।

এ সময় বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কমরেড আব্দুল আহাদ মিনার, মৌলভীবাজার জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক কমরেড তাপস ঘোষ, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য সৈয়দ আমিরুজ্জামান, আফরোজ আলী, জেলা যুবমৈত্রীর আহ্বায়ক সিরাজুল ইসলাম বুলবুল, দেওড়াছড়া চা-বাগানের ওয়ার্ড সদস্য সিতাংশু কর্মকার, বাগান পঞ্চায়েত সভাপতি সুবোধ কুর্মি প্রমুখ উপস্থিত ছিলেন।

চা শ্রমিকদের চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করতে এবং চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির এই আন্দোলনে একাত্মতা জানাতে উপস্থিত বাংলাদেশের ওয়াকার্স পার্টির নেতৃবৃন্দ বলেন, চা শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে যেতে হবে।

এদিকে মনু-দলই ভ্যালির সভাপতি ধনা বাউরীর ব্যক্তিগত তহবিল থেকে মৃর্ত্তিঙ্গা চা-বাগানসহ কয়েকটি চা-বাগানে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।