‘সময়ের সাথে আগামীর পথে’ এই শ্লোগানে এনটিভি’র ২১ বছরে পদার্পণে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রকৃতির সৌন্দর্য বর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ এবং অসহায় শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার(৩ জুলাই) বিকাল ৫ টায় কমলগঞ্জ উপজেলায় এনটিভি ২১ বছরে পদার্পণে বৃক্ষরোপণ কর্মসূচি ও অসহায় শিশুদের বস্ত্র বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. রফিকুর রহমান।
এ সময় অতিথি হিসাবে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রইছ আল রেজুয়ান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটি সভাপতি মো. মোনায়েম খানসহ আরো অনেকে।
বৃক্ষরোপণ শেষে অসহায় শিশুদের মাঝে উপহার হিসাবে টি শার্ট বিতরণ করা হয়। এসময় বক্তারা এনটিভির সফলতা কামনা করেন।