মৌলভীবাজারের কমলগঞ্জে আগুনে চা শ্রমিক আনু কুর্মীর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাজার লাইন এলাকায় এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়।
স্থানীয়রা জানান, আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে আনু কুর্মীর বসতঘরে আগুন লাগে। তাৎক্ষণিক স্থানীয় চা শ্রমিকরা আগুন নেভাতে কাজ শুরু করেন। তারা প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে ঘরে থাকা আসবাবপত্র, কাপড়-চোপড়, ধান-চাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত আনু কুর্মী বলেন, ‘ঘরে রক্ষিত আসবাবপত্র, কাপড়-চোপড়, ধান-চালসহ সব সবকিছু পুড়ে গেছে।আমার প্রায় ৪-৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।’
কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন লাগার ঘটনা শুনে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণ করে স্থানীয়রা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।