কমলগঞ্জে অস্ত্রসহ ৪ ভারতীয় নাগরিক আটক

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বাঘাছড়া চা-বাগানের রাঙ্গে নামক এলাকা থেকে ৬টি একনলা বন্দুকসহ চার ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- সতিন্দ্র রিয়াং (২১), নিরঞ্জ রিয়াং (২৮), সম্রাজী রিয়াং (২১) ও সুমিরন রিয়াং (৩২)। তারা সবাই ভারতের রাজকান্দি জেলার বাসিন্দা বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বেলা ২টার দিকে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলেমান মিয়ার নেতৃত্বে স্থানীয়রা তাদেরকে আটক করেন।

পুলিশ সূত্রে জানা যায়, বন্য শুকর ও বিভিন্ন প্রাণী শিকার করার জন্য ৬ ভারতীয় নাগরিক বাংলাদেশের ৮ কিলোমিটার ভেতরে প্রবেশ করেন। স্থানীয়দের সহযোগিতায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা-বাগানে অভিযান চালিয়ে ৬টি একনলা বন্দুকসহ ৪ জনকে আটক করা হয়। বাকি দুইজন পালিয়ে যান। আটককৃতদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বন্য শুকর ও বিভিন্ন প্রাণী শিকারের জন্য তারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলেন। আটককৃতদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।