বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিশ্ববাজারে তেলের দাম কমায় দেশের বাজারে তা সমন্বয় করা হবে। আগামী মাসে ভোজ্যতেলের দাম এক ধাপ কমতে পারে। আর ট্যারিফ কমিশনের সিদ্ধান্তক্রমে আগামী মাসে নিত্যপণ্যের দামও কমতে পারে।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে দুইদিনের সফরে রংপুরে গিয়ে নগরীর সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে দ্বিপক্ষীয় ব্যবসায়িক আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তিস্তাসহ অভিন্ন সব নদী নিয়ে আলোচনাও বেশ ফলপ্রসূ হয়েছে।
তিনি আরও বলেন, ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশে জ্বালানি, ট্রান্সপোর্ট ও অ্যাগ্রো প্রসেসিংয়ে বিনিয়োগে উৎসাহ দেখিয়েছেন। এতে অদূর ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়বে। এ সংক্রান্ত সুযোগ-সুবিধাও বৃদ্ধি পাবে।