চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কবি সেলিনা আক্তার শেলীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সিলেটে সমাবেশ করেছে চারণ সাংস্কৃতিক কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে এই প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখার আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার আহ্বায়ক সঞ্জয় শর্মার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ সিলেট জেলার সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা সভাপতি মাসুমা খানম, শ্রমিক ফ্রন্টের জেলা সদস্য মামুন ব্যাপারী, চারণ জেলা সদস্য সমীরন দেব আদি।
সমাবেশে বক্তারা বলেন, ফেসবুকের পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার অজুহাতে অধ্যক্ষ সেলিনা আক্তার শেলীকে বরখাস্ত করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের স্বৈরাচারী ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের বহিঃপ্রকাশ। ডিজিটাল সিকিউরিটি এ্যক্ট এর ভয় দেখিয়ে মত প্রকাশের স্বাধীনতা স্তব্ধ করা হচ্ছে। এই ধরণের কালো আইন প্রণয়ন ও তার ব্যবহার সরকারের স্বৈরাচারী আচরণ জনগণের সামনে নগ্নরূপে তুলে আনছে।
অবিলম্বে সেলিনা আক্তার শেলীর বরখাস্তের সিদ্ধান্ত বাতিল করে স্বপদে বহাল রাখার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও বাক স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান নেতৃবৃন্দ।