কক্সবাজারে বন কর্মকর্তা হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

কক্সবাজারের উখিয়া বন বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বো”চ শাস্তির দাবিতে সিলেট বন বিভাগের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (০৩ এপ্রিল) দুপুরে সিলেট নগরীর শেখঘাট এলাকায় সিলেট বন বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সামনে সিলেট বন বিভাগের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সাজ্জাদুজ্জামানের হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে সাজ্জাদুজ্জামান হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, নিহতের পরিবারকে সরকারি ভাবে আর্থিক সহযোগিতা প্রদান করা-নিহতের স্ত্রীর চাকুরির ব্যবস্থা করা, বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তার জন্য আধুনিক আগ্নেয়াস্ত্র প্রদান করা, বন বিভাগের ঝুঁকি ভাতা প্রদান করা, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের রেশনিং সুবিধা প্রদান, বন বিভাগে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান ও বন বিভাগের প্রতিটি বিটে জনবল বৃদ্ধি করার দাবি তোলেন।

সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও ডিপ্লোমা বন বিদ পরিষদ সিলেট আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিনের পরিচালনায় উক্ত কর্মসূচিতে বক্তব্য দেন সিলেট বন বিভাগের সহকারী বন সংরক্ষক নাজমুল আলম, তারেক রহমান।

বক্তারা বলেছেন, বন বিভাগের কর্মীরা ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন। বন ও পরিবেশ রক্ষায় বারবার হামলার শিকার হয়ে থাকেন। হামলাকারীরা আইনের ফাঁক দিয়ে পার পেয়ে যাওয়ায় হামলা বাড়ছে। সাজ্জাদুজ্জামান মাত্র কয়েক বছর আগে চাকুরিতে যোগ দেওয়ার পর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় বনখেকোরা পরিকল্পিতভাবে তাকে খুন করেছে। ডাম্পার ট্রাক দিয়ে নির্মম ভাবে চাপা দিয়ে তাঁকে খুন করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার রাতে কক্সবাজারে দায়িত্ব পালনকালে বনের মাটি চুরি ঠেকাতে অভিযানকালে ডাম্পার ট্রাকচাপা দেওয়া হয় সাজ্জাদুজ্জামানকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।